মুন্সিগঞ্জ প্রতিনিধি: তৃতীয় দফায় প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছে আলমডাঙ্গা আইলহাস ইউনিয়নের বলেশ্বরপুর গ্রামের স্কুলপাড়ার শিমুল।
গ্রাম সূত্রে জানা গেছে, বলেশ্বরপুর গ্রামের রসুলের ছেলে দুই সন্তানের জনক শিমুল (৩৫) গত বুধবার তৃতীয় বারের মতো সৌদি আরব প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যান। গত ৬ মাস আগে পার্শ্ববর্তী গ্রাম মধুপুরের আজিজুলের মেয়ে প্রবাসী সাফায়েতের স্ত্রী ১ সন্তানের জননী নয়ন তারাকে (৩০) নিয়ে প্রমবারের মতো পালিয়ে যান। কিছুদিন পর বাড়ি ফিরে আসেন। এ ঘটনার কিছুদিনের মাথায় আবারও দ্বিতীয়বারের মতো তাকে নিয়ে পালিয়ে যান তিনি। পুনরায় এলাকায় ফিরে আসেন। গত বুধবার নয়ন তারাকে নিয়ে শিমুল তৃতীয়বারের মতো ভাগিয়ে নিয়ে বিয়ে করেন। বার বার একই ঘটনার পুনরাবৃত্তিতে এলাকায় বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ইউপি সদস্য সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুনেছি তারা বিয়ে করে গ্রামের একজনের বাড়িতে আশ্রয় নিয়েছে।