স্টাফ রিপোর্টার: তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত জাতীয় আর্চারি প্রতিযোগিতায় চুয়াডাঙ্গার মেয়ে তিশা ব্রোঞ্জ পদক লাভ করেছে। জাতীয় আর্চারি প্রতিযোগিতা চূড়ান্ত পর্ব তারুণ্যের উৎসব-২০২৫ জুনিয়র রিকার্ভ ডিভিশনে চুয়াডাঙ্গা জেলার হয়ে প্রতিনিধিত্ব করেন আর্চার আমেনা পারভিন তিশা। গতকাল ঐতিহাসিক পল্টন ময়দানে জাতীয় ক্রীড়া পরিষদ আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিশাকে আনুষ্ঠানিকভাবে ব্রোঞ্জ পদক তুলে দেয়া হয়। তিশা চুয়াডাঙ্গার জাফরপুর গ্রামের ইনামুল হকের মেয়ে। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা তীরন্দাজ সংসদ’র সভাপতি সোহেল আকরাম ও কোচ হযরত আলি। জাতীয় পর্যায়ে আর্চারি প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতে চুয়াডাঙ্গার সুনাম উজ্জ্বল করায় আমেনা পারভিন তিশাকে অভিনন্দন জানিয়েছেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সোহেল আহমেদ মালিক সুজন ও সাবেক হকি খেলোয়াড় পিয়াস।