গড়াইটুপি প্রতিনিধি: ঢাকা থেকে চুয়াডাঙ্গা গহেরপুরের প্রেমিকা লিজা খাতুনের সাথে দেখা করতে এসে আবু সাইদ নামের এক যুবক গ্যাঁড়াকলে পড়েছেন। ঘটনাটি ঘটেছে গতপরশুদিন রাতে।
জানা গেছে, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বইরগাছি গ্রামের রফিকুল ইসলামের ছেলে আবু সাইদ ঢাকায় কাজ করতেন। গত ৭-৮ মাস পূর্বে মোবাইলের মাধ্যমে প্রেমজ সম্পর্ক গড়ে তোলেন চুয়াডাঙ্গা জেলা সদরের গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের মাঝিপাড়ার রেজাউল ওরফে নেজলের মেয়ে লিজা খাতুনের সাথে। তারই সূত্র ধরে গতপরশুদিন রাতে ঢাকা থেকে সরোজগঞ্জ বাজারে তিনি দেখা করতে আসেন। পরে লিজা খাতুন তাকে ঢাকায় যাওয়া ও বিয়ের প্রস্তাব দেন। কিন্তু আবু সাইদ তাতে রাজি না হলে মেয়েপক্ষের লোকজন দুজনকে সেখান থেকে নিয়ে আসে গহেরপুরে। ওই রাতে তাকে প্রতিবেশী আশাদুলের বাড়িতে রাখে। পরে গতকাল রোববার সকালে ছেলের অভিভাবককে খবর দিলে স্থানীয়রা বসে সমাধানের চেষ্টা করে। নানা নাটকীয়তার পরে বিকেলে দুজনকে দু পরিবারের জিম্মায় দেয়া হয়।