মেহেরপুর অফিস: ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে আনসার ও ভিডিপি অফিসের উদ্যোগে র্যালি, লিফলেট বিতরণ ও মাইকিংযোগে প্রচারণা চালানো হয়েছে। গতকাল বুধবার সকালের দিকে ওই অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা কমান্ড্যান্ট মো. সাহাদাত হোসেনের নেতৃত্বে সকালে আনসার ভিডিপি সদস্যদের একটি র্যালি বের করা হয়। র্যালিটি মেহেরপুর পৌরসভার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয় বিষয়ে প্রচার পত্র বিলি এবং জনসাধারণকে ডেঙ্গুর ভয়াবহতা তুলে ধরে ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা কোথায় কিভাবে বংশবৃদ্ধি করে এবং কিভাবে এডিস মশাকে প্রতিরোধ করা যায় সে সম্পর্কে সচেতন করেন। র্যালিতে অন্যান্যের মধ্যে সার্কেল অ্যডজুটান্ট মো. আল মামুন, মুজিবনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মিরাজুল ইসলামসহ আনসার ভিডিপি সদস্য ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মেহেরপুর জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় এবং মেহেরপুর জেলাধীন সকল উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয় কর্তৃক ডেঙ্গু জ্বর প্রতিরোধে করণীয় বিষয়ক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জেলা কমান্ড্যান্ট জানান।