সোনার দাম
সোনার বাজার বাড়ার কারণ
দামের সীমা ছাড়ার কারণ
সব মানুষই জানে,
একটুখানি করুন খেয়াল
বামে এবং ডানে-
ধনীর দুলাল বউ-বিবিরা
সওদা করেন স্বর্ণ,
ঈদের আগেই গয়না পরে
পাল্টিয়ে নেন বর্ণ।
ওদের টাকা ভূতে জোগায়
আমরা থেকে গেলাম রোগাই;
ভাত জোটে তো তরকারি নেই
এই হালে যায় দিন,
দোকানঘরে কর্জ বাকি
ব্যাংকে কৃষি ঋণ।
যাক বেড়ে যাক সোনার দাম
গয়নাগাটির ভুলবো নাম।
সূত্র:(ঈদের আগে স্বর্ণের দামে বড় লাফ)