ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিসে হামলা ও ভাঙচুর করেছে নৌকা প্রতীকের সমর্থকরা। সে সময় মনিরুল ইসলাম নামের একজনকে পিটিয়ে আহত করার অভিযোগও রয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ঝিনুকমালা আবাসনে এ ঘটনাটি ঘটে। আহত মনিরুল ইসলাম ঝিনুকমালা আবাসনের সাধারণ সম্পাদক। স্থানীয়রা জানান, বিকেলে পাগলাকানাই এলাকায় ঝিনাইদহ-২ আসনের নৌকা প্রতীকের নির্বাচনি পথসভা ছিলো। পথসভা শেষে নৌকা প্রতীকের সমর্থকরা বাড়ি ফেরার পথে ঝিনুকমালা আবাসনের স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের নির্বাচনি অফিসে হামলা করে। সে সময় অফিসের চেয়ার ভাঙচুর ও পোস্টার ছেড়াসহ এক জনকে পিটিয়ে আহত করে। এতে নিরাপত্তাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে আবাসনে বসবাসকারীরা। এ ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ঝিনাইদহ- ২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী তাহজীব আলম সিদ্দিকীর মূল প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী নাসের শাহরিয়ার জাহেদী। ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দীন জানান, ঘটনা শুনে পুলিশ যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে অবশ্যই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন সব স্বাভাবিক রয়েছে।