গড়াইটুপি প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুর পোল পাড়ায় সর্পদংশনে ৩ সন্তানের জনক আছান আলী (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। রোববার রাত ১ টার দিকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কাটে। গতকাল সোমবার সকাল ১০ টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানাগেছে, ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আমির হোসেনের ছেলে আছান আলি প্রতিদিনের মতো রাতে খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। রোববার দিনগত রাত ১ টার দিকে তাকে একটি বিষধর সাপে কাটে। এ সময় তার পরিবারের লোকজন স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজের চিকিৎসা দেয়ার পর তার অবস্থার উন্নতি না হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে পরিবারের লোকজন। পরে গতকাল সোমবার সকাল ১০ টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।