ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের ধুপাবিলা গ্রামে মসজিদের টাকার হিসেব নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দুপুরে সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের ধুপাবিলা গ্রামে মসজিদের মধ্যেই সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরেই সাবেক চেয়ারম্যান সামছুল আলমের ভাতিজা শহরের উপশহরপাড়ার বাসিন্দা কাঠ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে কুপিয়ে জখম করা হয়। তিনি শহর থেকে মোটর সাইকেলযোগে গ্রামের বাড়ি ধুপাবিলায় যাওয়ার পথে একা পেয়ে কুপিয়ে জখম করে। অভিযোগ উঠেছে, বর্তমান চেয়ারম্যান আশরাফুলের সমর্থকরা জাহাঙ্গীরের মাথা, বুক এবং উরুতে রামদা দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। আশঙ্কাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। এদিকে চেয়ারম্যান আশরাফুলের ভাই শহিদুল ইসলাম জানান, মসজিদের টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করায় তারাই প্রথম আমাদের ওপর হামলা করে। খোকন ও জাহিদ নামের দুইজনকে কুপিয়ে জখম করে। তবে, ব্যস্ততার অজুহাতে এ বিষয়ে কোনো কথা বলতে চাননি ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান। এ ব্যাপারে বক্তব্য দেয়ার জন্য কিছু সময় চেয়েছেন তিনি।