ঝিনাইদহে বিলাসবহুল গাড়িসহ অনলাইন জুয়াড়ি আটক

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে বিলাসবহুল গাড়িসহ এক অনলাইন জুয়াড়িকে আটক করা হয়ছে। গতকাল রোববার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের পাশে অবস্থিত পানি উন্নয়ন বোর্ড অফিসের সামনে থেকে তাকে আটক করে গোয়েন্দা সংস্থা (এনএসআই)। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার দেহ তল্লাশি চালিয়ে একটি পিস্তল সদৃশ বস্তু উদ্ধার করে তারা। এরপর তাকে সদর থানায় হন্তান্তর করা হয়। আটককৃত ব্যক্তি হলেন-তাওহীদ হোসেন (৩৮) সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের চান্দলী গ্রামের হোমিও ডাক্তার হায়দার আলীর ছেলে। জানা গেছে, আটককৃত তাওহীদ গরুর খামারের পাশাপাশি অনলাইন জুয়া খেলতো। অভিযোগ আছে অনলাইনে জুয়া খেলা করে কয়েক কোটি টাকা হাতিয়েছে ওই যুবক। তার ফাদে পা দিয়ে অনলাইনে জুয়া খেলতে গিয়ে উঠতি বয়সি যুবকেরা টাকা জোগাড় করতে গিয়ে পিতা-মাতাকে লাঞ্ছিত করে আসছিলো নিয়মিত। এরপর বিষয়টি প্রশাসনের নজরে আসলে গোপনে তদন্ত চালায় তারা। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, আটককৃত জুয়াড়ির বিরুদ্ধে এখনও তদন্ত চলছে। তদন্ত শেষ হলে মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

Comments (0)
Add Comment