বাজার গোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহে বিদ্যুতস্পৃষ্টে সোহরাব হোসেন (৫৭) নামের এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ৫ টায় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
গ্রামবাসী জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে সোহরাব হোসেন ঝিনাইদহের মধুহাটি ইউনিয়নের ডুগডুগি বাজারের নিকট বাসনা ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। গতকাল মঙ্গলবার দুপুরের পর সোহরাব ইটভাটার নিকট একটি পুকুরে মাছ ধরতে নামেন। মাছ ধরার পর পুকুরে গোসল শেষে ইটভাটা অফিসের নিকট কাপড় রোদে শুকানোর জন্য টাঙাতে যায়। এ সময় অসাবধানবশত পাশে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। সেখান থেকে উদ্ধার করে পাশে ডাকবাংলা বাজারে একটি বেসরকারি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোহরাব হোসেনের অকাল মৃত্যুতে পরিবার ও নিকটজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।