ঝিনাইদহে বিচার বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন। বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের নবগঙ্গা সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সে সময় জেলা জজ মো. নাজিমুদ্দৌলা, জেলা প্রশাসক মনিরা বেগম, পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামসহ আদালতের বিচারকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় আদালত ও বিচার বিভাগের নানা বিষয়, সমস্যা, সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত আদালতের বিভিন্ন এজলাস পরিদর্শন করেন তিনি।