ঝিনাইদহে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে পূর্বাশা পরিবহনের ধাক্কায় টগর ম-ল (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বুধবার রাত ১০ টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের জেলগেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত টগর ম-ল সদর উপজেলার নাথকুন্ডু গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তিনি শহরের ডাকবাংলা বাজারের কসমেটিক্স ব্যবসায়ী। ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টগর ম-ল বুধবার রাত ১০টার দিকে ঝিনাইদহ থেকে ডাকবাংলা ফিরছিলেন। পথিমধ্যে জেলগেট নামক স্থানে পূর্বাশা পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্থানীয় লোকজন আহত টগর ম-লকে উদ্ধার শেষে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই কর্তব্যরত ডাক্তার তাকে ফরিদপুর মেডিকেলে রেফার্ড করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুতে ৩নং সাগান্না ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

 

Comments (0)
Add Comment