ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ভ্যানচালকসহ নিহত ২

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক ও একযাত্রী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের সদর উপজেলার হাটগোপালপুর রায়চরণ-তারিণীচরন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন-সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের সয়াইল গ্রামের আব্দুল শেখের ছেলে ভ্যানচালক নিপুল শেখ ও আবছার শেখের ছেলে নাজমুল হোসেন। জানা গেছে, ঝিনাইদহ থেকে ঢাকাগামী একটি সবজি বোঝায় ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালক নিপুল ও আরোহী নাজমুল গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তারা মারা যান। মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মামুন-উর-রশীদ জানান, বিকেলে হাটগোপালপুর থেকে দুজন রোগী এসেছিলো। আমরা তাদের ভর্তি করে চিকিৎসা দিচ্ছিলাম। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছে।