ঝিনাইদহে গলাকেটে নৃশংসভাবে এক ব্যক্তিকে জখম

স্টাফ রিপোর্টার: ঝিনাইদহ শহরের উদয়পুর গ্রামে শরিফুল ইসলাম (৫৩) নামে এক ব্যক্তিকে কুপিয়ে নৃশংসভাবে জখম করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে মাঠে জমি ঠিক করে বেড়া দিতে গেলে তাকে কুপিয়ে ও গলাকেটে গুরুতর জখম করা হয়। মুমুর্ষূ অবস্থায় শরিফুলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলেও তার অবস্থা সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন। আহত শরিফুল পবহাটী ঈদগাহ পাড়ার হারান মন্ডলের ছেলে।

গ্রামবাসী জানায়, বুধবার দুপুরে শরিফুল নিজের জমিতে বেড়া দিতে গেলে একই গ্রামের রেজা মন্ডলের ছেলে রিংকু তাক একা পেয়ে নৃশংসভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ধরনের খবর তিনি পেয়েছেন। তবে এখনো কোন অভিযোগ পায়নি।