ঝিনাইদহে এক্সপ্রেস জোনের কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে এক্সপ্রেস জোনের কার্যক্রম বন্ধের দাবিতে রং মিস্ত্রিদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ মানববন্ধনের আয়োজন করে জেলা রংমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন। এতে জেলার কয়েকশ’ রং মিস্ত্রি ব্যানার, ফেস্টুন, লিফলেট নিয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন। এ সময় জেলা রংমিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ইউসুফ আলী কাজল, সহ-সভাপতি জাকিরুল ইসলাম বাবু, যুগ্ম-সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন, সদস্য বাবু মিয়াসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সেখানে বক্তারা বলেন, বাজারসহ বিভিন্ন রং কোম্পানি এক্সপ্রেস জোন খোলায় রং মিস্ত্রিদের কাজের সাংঘর্ষিক হচ্ছে। ফলে তাদের কাজ কর্ম দিন দিন কমে যাওয়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তাই দ্রুত এক্সপ্রেস জোন বন্ধ করার দাবি জানান তারা।

Comments (0)
Add Comment