ঝিনাইদহের মহেশপুরে মাদকসহ দুজন আটক

মহেশপুর প্রতিনিধি: মহেশপুরে মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৫৮ বিজিবি। শনিবার ভোরে ৫৮ বিজিবি’র অধিনস্ত শ্যামকুড় বিওপির টহল দল অভিযান চালিয়ে মাইলবাড়িয়া গ্রামের নওশের আলীর ছেলে শাহিন (২৮), মৃত সোনা মিয়ার ছেলে জাহিদুলকে (২৭) ৩৫ বোতল ভারতীয় মদসহ মাইলবাড়িয়া বাজার থেকে আটক করে। এদিকে বাঘাডাঙ্গা বিওপির টহল দল অভিযান চলিয়ে বাঘাডাঙ্গা মাঠ থেকে ৭৫ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করে। অন্যদিকে শ্রীনাথপুর বিওপির টহল দল একটি মেহগুনি বাগানের ভেতর থেকে ৩৫ বোতল মদ উদ্ধার করে।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, উক্ত ঘটনায় পৃথক পৃথক মামলা হয়েছে। শনিবার সকালে আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।

 

Comments (0)
Add Comment