বাজার গোপালপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মল্লিকপুর গ্রামে নাঈম হোসেন (১০) নামের এক স্কুলছত্রের বিষধর সাপের দংশনে মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত নাঈম হোসেন পাশের গ্রাম লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ছিলো।
এলাকাবাসী জানিয়েছে, ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার দুই নম্বর দৌড়া ইউনিয়নের মল্লিকপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে নাঈম হোসেন অন্যান্য রাতের মতো খাবার খেয়ে পরিবারের সদস্যদের সাথে ঘুমিয়ে পড়ে। মঙ্গলবার রাত আনুমানিক দুইটার সময় বিষধর সাপের দংশনে তার ঘুম ভাঙে। পরিবারের সদস্যরা টের পেয়ে নাঈমকে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে স্থানীয় মেম্বার আব্দুল হালিম জানান, শিশুটিকে রাতে বিষধর সাপে কামড় দেয়। পরিবারের সদস্যরা তাকে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশু নাঈমের অকালমৃত্যুতে পরিবার নিকটজন শিক্ষক ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।