জীবননগর সীমান্তে ফেনসিডিলসহ ৫ যুবক গ্রেফতার

জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ উপজেলার সীমান্ত গোয়ালপাড়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ যুবককে গ্রেফতার করেছে। এসময় তাদের নিকট থেকে ৩৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বুধবার রাতে পুলিশ এ অভিযান পরিচালনা করে।
জীবননগর থানা সূত্রে জানা যায়, ফেনসিডিলসহ গ্রেফতার ৫ যুবক হচ্ছেন উপজেলার নতুনপাড়া গ্রামের কলম মিয়ার ছেলে রাজা মিয়া (২৬), আরিফুল ইসলামের ছেলে রোহান মিয়া (১৯), সমীর আলীর ছেলে রিয়াজ আলী (১৯), মিন্টু মিয়ার ছেলে নাইমুল হাসান (১৯) ও হামিদুল ইসলামের ছেলে আল্ ফাত্তাহ আল মামুন (১৯)। জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবীদ হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ১২টার দিকে পুলিশ এ অভিযান পরিচালনা করে। তাদেরকে গোয়ালপাড়া গ্রামের বন্দর মাঠ সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে ৩৬ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদেরকে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয় বলে ওসি নিশ্চিত করেছেন।

Comments (0)
Add Comment