জীবননগর লক্ষ্মীপুরে খালু শ্বশুরের হাত ধরে প্রবাসীর স্ত্রীর নিরুদ্দেশ

জীবননগর ব্যুরো: খালু শ^শুরের হাত ধরে নিরুদ্দেশ হয়েছে সৌদি আরব প্রবাসীর স্ত্রী। যাওয়ার সময় নিয়ে গেছে প্রবাসী স্বামীর পাঠানো ৫ লাখ টাকা ও স্বর্ণের গয়নাসহ মূল্যবান সামগ্রী। এ ঘটনায় এলাকায় সমালোচনার ঢেউ বয়ে যাচ্ছে। আলোচিত এ ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরতলীর লক্ষ্মীপুর গ্রামে। এ ঘটনায় গৃহবধূর শ^শুর গতকাল রোববার থানায় একটি অভিযোগ অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার গবরগাড়া পশ্চিম মাঠপাড়ার আজমত আলীর মেয়ে আমিরুন্নেছার সাথে ১১ বছর আগে জীবননগর পৌর শহরের ৫নং ওয়ার্ডের লক্ষ¥ীপুরের জালাল উদ্দীনের ছেলে হাফিজুর রহমানের সাথে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই সুন্দরী  বৌমা আমিরুন্নেছার (৩০) প্রতি নজর পড়ে আপন খালু শ্বশুর প্রতিবেশী আনছার আলীর ছেলে মোহাম্মদ শফির (৫০)। সে বৌমা  আমিরুন্নেছার সাথে পরকীয়া সম্পর্ক গড়ে তোলে। গত বুধবার খালুশ্বশুর শফির সাথে ঘর বাধার আশায় অজানার উদ্দেশে পাড়ি জমিয়েছে আমিরুন্নেছা। ঘরে দু শিশু সন্তান রেখে স্বামীর দেয়া নগদ ৫ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল নিয়ে গেছে বলে জানা গেছে। এ ঘটনার শফির পিতা জালাল উদ্দিন বাদী হয়ে জীবননগর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

 

Comments (0)
Add Comment