জীবননগর মারুফদাহ বাওড়ে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি টগর

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার মারুফদাহ বাওড়ে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল বুধবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজের সভাপতিত্বে মাছের পোনা অবমুক্ত করণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী ও রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন মীর্জা। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীন ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, উপজেলা সমবায় কর্মকর্তা নুর আলমসহ সরকারি কর্মকর্তা, বাওড় ব্যবস্থাপনা কমিটির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদকসহ বাওড়ের সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন। রাজস্ব খাতের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়/প্লাবনভূমি/সরকারি প্রাতিষ্ঠানিক জলাশয়ের আওতায় মারফদাহ বাওড় ছাড়াও এ দিন উপজেলার ভৈরব নদের দুটি স্পটে, উপজেলা পরিষদ পুকুর, বিজিবি ক্যাম্প পুকুর, বনবিভাগের পুকুর, হাসাদাহ গুচ্ছগ্রাম পুকুর, মনোহরপুর আবাসন প্রকল্পের পুকুর ও রায়পুর গুচ্ছগ্রাম পুকুরে ৩৯২ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয় বলে সূত্রে জানা যায়।

Comments (0)
Add Comment