জীবননগর ব্যুরো: জীবননগর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রত্যাশীদের আজ শুক্রবার বিকেল ৪টার মধ্যে আবেদন করতে হবে। পৌর আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর এ আবেদনপত্র জমা দিতে হবে। জীবননগর পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক পৌর মেয়র জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
পৌর আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তিতে জীবননগর পৌর আওয়ামী লীগের ৯টি ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মোতাবেক স্বল্প সময়ের মধ্যে জীবননগর পৌর নির্বাচন অনুষ্ঠিত হবে। পূর্বের ন্যায় এবারও পৌর মেয়র পদে দলীয় প্রতীকে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে আলোকে দলীয় মনোনয়ন পেতে আগ্রহীদের ০৪/১২/২০২০ ইং তারিখ রোজ শুক্রবার বিকেল ৪.০০ ঘটিকার মধ্যে আবেদন করতে হবে। কেন্দ্রের নির্দেশক্রমে এ আবেদনপত্র জীবননগর পৌর আওয়ামী লীগ সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর জমাদানের জন্য অনুরোধ করা হয়েছে। আবেদনপত্রের সাথে ২ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, ভোটার আইডি কার্ডের ফটোকপি ও ১২ ডিজিট সম্বলিত ভোটার নম্বরের কপি সংযুক্ত করতে বলা হয়েছে।