জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশের অভিযানে ফেনসিডিলসহ বাবু মিয়া (৪৩) নামের একজন গ্রেফতার হয়েছে। গত পরশু সোমবার রাতে জীবননগর থানা পুলিশের একটি টিম শহরের ইসলামপুর তিন রাস্তার মোড়ে অভিযানে চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বাবু মিয়া শহরতলীর দোয়ারপাড়ার বদর উদ্দিন বিশ^াসের ছেলে। জীবননগর থানা সূত্রে জানা যায়, শহরের ইসলামপুর মোড় দিয়ে একজন মাদক কারবারি মাদক নিয়ে অতিক্রম করবে এমন গোপন সংবাদ পান থানার অফিসার ইনচার্জ এসএম জাবীদ হাসান। সংবাদের ভিত্তিতে তিনি থানার সাব-ইন্সপেক্টর এসএম রায়হানকে অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন। এসআই রায়হান সঙ্গীয় ফোর্স নিয়ে সন্ধ্যা রাত সাড়ে ৬টার দিকে ইসলামপুরের তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করেন। অভিযান কালে বাবু মিয়াকে গ্রেফতার করা হয় এবং তার নিকট থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মাদক কারবারি বাবা মিয়া’র বিরুদ্ধে থানাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত বাবু মিয়াকে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।