জীবননগর কন্দর্পপুরে চুলার আগুনে বসতঘর পুড়ে ছাই : পাশে দাঁড়ালেন ট্রাক ড্রাইভার

 

হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার কন্দর্পপুরে চুলার আগুনে বসত ঘরপুড়ে ছাই হওয়ার খবরটি মাথাভাঙ্গা পত্রিকায় প্রকাশিত হয়। বৃদ্ধা চায়েন বানুর পুনরায় একটি থাকার ঘর নির্মাণ করার জন্য কিছু আর্থিক সাহায্যের হাত বাড়িয়েছেন এক ট্রাকড্রাইভার। চায়েন বানুুর আগুনে পুড়ে ঘর ছাই হওয়ার সংবাদটি দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় প্রকাশিত হলে নাম প্রকাশ না করা শর্তে হাসাদাহের এক ট্রাক ড্রাইভারের নজরে আসে; তিনি চায়েন বানুর ঘর নির্মাণের জন্য কিছু আর্থিক সাহায্য প্রদান করেন। দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার হাসাদাহ প্রতিনিধি আল আমিনের মাধ্যমে গতকাল সোমবার বিকেলে কন্দর্পপুরে চায়েন বানুর নিকট টাকা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাসাদাহ ইউপি সদস্য সোহেল রানা শ্যামল, দর্জি আসাদ কাজীসহ স্থানীয়ও লোকজন। হাসাদাহ ইউপি সদস্য সোহেল রানা শ্যামল বলেন, চায়েন বানু বর্তমানে খোলা আকাশের নিচে রয়েছেন। আমরা তার থাকার জন্য একটি ঘর নির্মাণ করার জন্য সহযোগিতার হাত বাড়াবো।

Comments (0)
Add Comment