জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটির এক সভা গতকাল শনিবার বিকেলে শহরের হাসিনা প্লাজায় অবস্থিত মার্সেল শো-রুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট (অনারারী) মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাড. রবিউল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. রবিউল ইসলাম বলেন, সর্বস্তরে জাতীয় পার্টির অবস্থানকে সুদৃঢ় করতে সবাইকে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। অতীতের মত জীবননগর উপজেলায় জাতীয় পার্টির কার্যক্রম গতিশীল করতে হবে।
আলোচনাসভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মোশাব কাক্কা, মমিনুল ইসলাম হানেহার, জীবননগর পৌর জাতীয় পার্টির আহ্বায়ক সাংবাদিক আতিয়ার রহমান, উথলী ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি নাসির উদ্দিন, সীমান্ত ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি অমেদুল ইসলাম, রায়পুর ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি শুকুর আলী। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা আলাউদ্দিন, ডা. হাসানুজ্জামান, আব্দুর রহিম, তরিকুল ইসলাম, সাংবাদিক শেখ শহিদুল ইসলাম প্রমুখ।