জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা ক্যাম্পাসে স্থায়ী মঞ্চ নির্মাণ করা হয়েছে। নবনির্মিত মঞ্চের নাম দেয়া হয়েছে স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী মঞ্চ। নবনির্মিত দৃষ্টি নন্দন এ মঞ্চের গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
নবনির্মিত এ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মঞ্চের উদ্বোধনকালে জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকনের পরিকল্পনায় দৃষ্টি নন্দন এ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মঞ্চ নির্মাণ ও বাস্তবায়ন করা হয়েছে। এ মঞ্চে উপজেলা প্রশাসনের বৃহৎ সব সভা-সমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।