জীবননগর ব্যুরো: করোনা ভাইরাসের প্রভাব পড়েছে আনসার-ভিডিপির সদস্যদের ওপর। ঘরে বসে থাকার কারণে পরিবার-পরিজন নিয়ে তারা একপ্রকার অসহায়। এ অবস্থায় তাদের পাশে খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছে চুয়াডাঙ্গা জেলা আনসার-ভিডিপি ব্যাটালিয়ন। গতকাল সোমবার আনসার-ভিডিপির জীবননগর উপজেলার ৩শ’ সদস্যকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান খাদ্য সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
সামাজিক দূরত্ব মেনে জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুপুরে এ খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সিরাজুল ইসলাম, জীবননগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি, চুয়াডাঙ্গা আনসার-ভিডিপি ব্যাটালিয়নের সহকারী পরিচালক কামরুল ইসলাম, জীবননগর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। চুয়াডাঙ্গা সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা অনন্ত কুমার ঘোষ, জীবননগর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা রাশেদা খাতুন, জীবননগর উপজেলা আনসার-ভিডিপির উপজেলা প্রশিক্ষক আরিফুল ইসলাম ও কোম্পানী কমান্ডার ইমরুল কায়েস প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। আনসার-ভিডিপির ৩শ’ সদস্যকে দেয়া খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি ডালসহ আলু ও ভোজ্যতেল।