জীবননগরে সাংবাদিক আবু সায়েমের মৃত্যু বার্ষিকী পালিত

জীবননগর ব্যুরো: জীবননগরে উপজেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের জীবননগর প্রতিনিধি ঘাতকের হাতে নির্মমভাবে নিহত আবু সায়েমের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার বিকেলে পেয়ারাতলা জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম বাবু।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জাসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক শামসুল আলম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মুজিবুর রহমান, বাংলাদেশ জাসদ জীবননগর উপজেলা শাখার সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম ডিটু। উপস্থিত ছিলেন জাসদ নেতা মিলন মল্লিক, রাসেল হোসেন, আলমগীর হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মহিদুল ইসলাম, সাংবাদিক আতিকুর রহমান চঞ্চল, অর্পণ রকি প্রমুখ। দো’য়া পরিচালনা করেন পেয়ারাতলা বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাও: জাহিদুল ইসলাম।

উল্লেখ্য  জাসদ নেতা আবু সায়েম ২০১৫ সালের ৭ জুলাই রাতে পেয়ারাতলাস্থ বাসভবনে দূর্বৃত্তর ছুরিকাঘাতে মারাতœক আহত হয়। পরদিন ৮ জুলাই ঢাকা বক্ষব্যধী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহত আবু সায়েমের স্ত্রী আফরোজা খাতুন বাদী হয়ে জীবননগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

 

Comments (0)
Add Comment