জীবননগরে সকালের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

জীবননগর ব্যুরো: জীবননগরে দৈনিক সকালের সময় পত্রিকার সপ্তম  প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সোমবার দুপুরে প্রেসক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয় ও আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। জীবননগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ইশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, জীবননগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার দাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল সিদ্দিকী বাবু,  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জিএ জাহিদুল ইসলাম বাবু ও সাংবাদিক সালাউদ্দিন কাজল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সকালের সময় পত্রিকার জীবননগর উপজেলা প্রতিনিধি মহিবুল ইসলাম মুকুল। সাংবাদিক মিঠুন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে এ ছাড়াও সাংবাদিক মুন্সী রায়হান, নুর আলম, মনিরুল ইসলাম, মাজেদুজ্জামান লিটন, রিপন হোসেন, মুতাছিন বিল্লাহ, আব্দুল্লাহ আল মামুন, চাষী রমজান আলী, নয়ন, মো. সম্রাট, চিত্র শিল্পী মনিউর রানা প্রমুখ এ সময়  উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment