জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে চাল ব্যবসায়ীকে অর্থদণ্ড

 

জীবননগর ব্যুরো: জীবননগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানকালে পাট জাত মোড়ক ব্যবহার না করার অপরাধে উপজেলার পেয়ারাতলায় অবস্থিত রাজ ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মাসুদ রানাকে ৫ হাজার টাকা অর্থদ- দেয়া হয়েছে। গতকাল সোমবার এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাট উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কান্তি বড়ালের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ গতকাল মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযান কালে চাউলের বস্তায় পাট জাত দ্রব্যের ব্যবহারের পরিবর্তে প্লাস্টিক মোড়ক ব্যবহারের কারণে মেসার্স রাজ ট্রেডার্সের মাসুদ রানাকে পাট জাত দ্রব্য আইনের ২০১০-এর ৪ ধারার অপরাধে ৫ হাজার টাকা অর্থদ-ে দন্ডিত করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিস ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা মমতাজ বলেন, প্লাস্টিক মোড়ক ব্যবহার আইনত দ-নীয় অপরাধ। সরকারি নির্দেশনা অনুযায়ী সকল ব্যবসায়ীকে প্লাস্টিক মোড়কের পরিবর্তে পাটজাত মোড়ক ব্যবহার করতে হবে। এছাড়াও তিনি বলেন এ অভিযানে ব্যবসায়ীদের সতর্ক করা হলো, ভবিষ্যতে যদি কোন ব্যবসায়ী পাট জাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিক মোড়ক ব্যবহার করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় যশোর পাট উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কান্তি বড়াল ও জীবননগর থানা পুলিশের সদস্যবৃন্দ সহযোগিতা প্রদান করেন।

Comments (0)
Add Comment