জীবননগর ব্যুরো: ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন উপলক্ষে জীবননগরে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। সভায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিসভা পালন উপলক্ষে আগামী ২৪ ও ২৫ নভেম্বর দুই দিনব্যাপী উপজেলা হলরুমে মেলা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিকেলে উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতিসভায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা হলরুমে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসআইনের জেলা উপ-পরিচালক জামিল আহমেদ। সভায় মেলা সফলভাবে আয়োজন করার বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিনেশ চন্দ্র পাল, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাতার হোসেন, ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলী আকতার, আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. আলাউদ্দিন, শাপলাকলি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাকীবিল্লাহ, জীবননগর উপজেলা আলিম মাদরাসার অধ্যক্ষ মাও. আব্দুল খালেক, হাসাদাহ মডেল কামিল মাদরাসার প্রিন্সিপাল মাও. মো. আক্তারুজ্জামান ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক এম আর বাবু প্রমুখ। ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত দু দিনের মেলায় উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য প্রতিষ্ঠানের নিয়ে ২০টি স্টল বসানো হবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানা গেছে।