জীবননগরে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১১ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ মো. শাকিল হোসেন (২৭) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত পরশু মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার ধোপাখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাকিল হোসেন উপজেলার মনোহরপুর ইউনিয়নের ধোপাখালী গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় ধোপাখালী গ্রামের সড়কের ওপর হতে রাত ১১টার দিকে ১১ বোতল ফেনসিডিলসহ শাকিল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। গতকাল সকালে তাকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।