জীবননগরে ফেনসিডিলসহ তরুণ গ্রেফতার

 

জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ উপজেলা সীমান্তের নতুনপাড়ায় অভিযান চালিয়েছে। মাদক বিরোধী এ অভিযানে ৪০  বোতল ফেনসিডিলসহ নাসির মিয়া তরুণ (২৩) নামের একজন মাদককারবারীকে পুলিশ গ্রেফতার করেছে। গতকাল রোববার বিকেল ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

জীবননগর থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ এসএম জাবেদ হাসানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে উপজেলার সদরপাড়া গ্রামের মশিয়ার রহমানের ছেলে নাসির মিয়া তরুণের বসতঘর থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে সাংবাদিকদের জানানো হয়েছে।

Comments (0)
Add Comment