জীবননগরে তিন ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

 

জীবননগর ব্যুরো: জীবননগর শহরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রোকুনুজ্জামান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে দুই ব্যাবসায়ী ও এক মুড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ম্যানেজারকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত খাদ্যদ্রব্য বিক্রির জন্য নির্দেশনা দেয় মোবাইল কোর্টের বিচারক।

সূত্রে জানা যায়, গতকাল বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মো. রোকুনুজ্জামান। মোবাইল কোর্ট পরিচালনাকালে মেসার্স তাজুল স্টোর স্বত্বাধিকারী নাজমুল হককে ১ হাজার টাকা, নূর ভ্যারাইটি স্টোরের স্বত্বাধিকারী মোহাম্মদ হোসাইনকে ৫ হাজার টাকা ও চুয়াডাঙ্গার মুড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসাফ মুড়ির ম্যানেজার ইমাদুল হককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের ভেজালমুক্ত ও স্বাস্থ্যসম্মত খাদ্যদ্রব্য বিক্রির তাগিদ দেয় মোবাইল কোর্ট। উপজেলা সেনেটারি ইন্সপেক্টর আনিসুর রহমানসহ জীবননগর থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা প্রদান করে বলে জানা যায়।

Comments (0)
Add Comment