জীবননগরে গাঁজাসহ দর্শনার লতিফ গ্রেফতার

 

জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার মনোহরপুর-খয়েরহুদা সড়কে মোশারফ মিয়ার মেহেগুনি বাগানে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ আব্দুল লতিফ মিয়া (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, গতকাল আনুমানিক রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার আবদুল্লাহ্ আল-মামুনের নির্দেশনায় ও জীবননগর থানার অফিসার ইনচার্জ  এসএম. জাবীদ হাসানের নেতৃত্বে এসআই শরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে মনোহরপুর-খয়েরহুদা সড়কে মোশারফ মিয়ার মেহেগুণি বাগানের সামনে পাকা রাস্তার ওপর হতে ৫০০ গ্রাম গাঁজাসহ লতিফ মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লতিফ দর্শনা থানার সুলতানপুর গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে। এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম.জাবীদ হাসান গাঁজাসহ লতিফ মিয়ার গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা রয়েছে।

Comments (0)
Add Comment