জীবননগরে ইয়ুথ অ্যাসেম্বলির সচেতনতামূলক বাইসাইকেল র‌্যালি

জীবননগর ব্যুরো: করোনা ভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে জীবননগরে বাইসাইকেল র‌্যালি বের করা হয়। ওয়েভ ফাউ-েশনের তত্বাবধানে জীবননগর ইয়ুথ অ্যাসেম্বলির সদস্যরা গতকাল বুধবার সচেতনতা করতে এ র‌্যালি বের করে। উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন এ বাইসাইকেল র‌্যালির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
সকালে উপজেলা ক্যাম্পাসে বাইসাইকেল এ র‌্যালির উদ্বোধনকালে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ অমল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জিএ জাহিদুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী কামরুজামান যুদ্ধ ও ইয়ুথ অ্যাসেম্বলির সমন্বকারী আব্দুল আলীম সজল প্রমুখ এসময় উপস্থিত ছিলেন। ইয়ুথ অ্যাসেম্বলিরের সভাপতি সাংবাদিক মিঠুন মাহমুদের নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক এ বাইসাইকেল র‌্যালিটি উপজেলা ক্যাম্পাস হতে বের হয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। প্রদক্ষিণকালে ইয়ুথ অ্যাসেম্বলির সদস্যরা হ্যান্ড মাইক ব্যবহার করে করোনা প্রতিরোধে জনগণকে কি-কি পদক্ষেপ গ্রহণ করতে হবে তা তুলে ধরেন। সচেতনতামূলক এ বাইসাইকেল র‌্যালিটি জনতার মনে সাড়া ফেলে।

Comments (0)
Add Comment