জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশ গতকাল সোমবার রাতে উপজেলার নতুন তেঁতুলিয়া গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী জাবের আলী (৩৬) বাঁকা গ্রামের মৃত হাউস আলীর ছেলে। এ সময় পুলিশ তার নিকট থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করে।
জীবননগর থানা সূত্রে জানা যায়, গতকাল রাত পৌনে ৯ টার দিকে উপজেলা শহরতলীর নতুন তেঁতুলিয়া গ্রামে একজন মাদক নিয়ে অপেক্ষা করছে গোপন এ সংবাদ পান থানা অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম। সংবাদের ভিত্তিতে তিনি সাব-ইন্সপেক্টর আমির হোসেনকে অভিযান পরিচালনার নির্দেশ দেন। এসআই আমির হোসেন এএসআই আরিফ ও এএসআই ইসলামসহ সঙ্গীয় ফোর্স নতুন তেঁতুলিয়া গ্রামে অভিযান পরিচালনা করেন। অভিযান কালে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী জাবের আলীকে গ্রেফতার করেন।