জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় গতকাল বৃহস্পতিবার আরও ৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। করোনার মতো উপসর্গ দেখা দেওয়াতে এই ৪ জন হাসপাতালের ল্যাবে এসে নমুনা দিয়ে যান। জীবননগর পৌরসভার ১৫ জনের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়ালেও সংশ্লিষ্ট মহল থেকে এর কোনো সত্যতা নিশ্চিত করতে পারেননি।
জীবননগর উপজেলা হেল্থ কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জুলিয়েট পারউইন জানান, করোনার মতো উপসর্গ দেখা দেয়াতে গতকাল ৪ জন হাসপাতালের ল্যাবে এসে নমুনা দিয়ে গেছেন। আগামীকাল শনিবার করোনায় আক্রান্ত কয়েকজনের দ্বিতীয় দফায় পরীক্ষার জন্য নমুনা নেয়া হবে। এদিকে গত বুধবার জীবননগর পৌরসভার স্টাফদের মধ্যে ১৫ জনের নেয়া নমুনার পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খবর ছড়ালেও এমন কোনো রিপোর্ট গতকাল হাতে পাননি বলে জানিয়েছেন এ স্বাস্থ্য কর্মকর্তা।