জীবননগর ব্যুরো: জীবননগর কলেজপাড়ায় গড়ে তোলা হয়েছে কাঠ প্রক্রিয়াজাতরকরণ কারখানা। আবাসিক এলাকার মধ্যে গড়ে তোলা এ কারখানায় রাত-দিনের সৃষ্ট বিকট শব্দ ও উড়ন্ত কাঠের গুড়োতে অতিষ্ঠ কলেজপাড়ার শিক্ষার্থী ও বাসিন্দারা। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
উপজেলা নির্বাহী অফিসার বরাবর এলাকাবাসীর দায়েরকৃত অভিযোগ থেকে জানা যায়, পোস্টঅফিসপাড়ার আমিন নামের এক কাঠ ব্যবসায়ী সম্প্রতি কলেজপাড়ার আবাসিক এলাকার মধ্যে কাঠ প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করেছেন। রাত-দিন এ কারখানা সচল থাকায় সেখান থেকে বিকট শব্দ সৃষ্টি হয়। সেই সাথে কারখানা হতে কাঠের গুড়ো উড়ে এসে ঢুকছে বাসা-বাড়িতে। বিকট শব্দের কারণে একদিকে যেমন বসবাস করা অসাধ্য হয়ে পড়েছে অন্যদিকে শিক্ষার্থীদের লেখাপড়ায় মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এবং আবাসিক এলাকা হতে কারখানাটি সরিয়ে নিতে উপজেলা নির্বাহী অফিসার একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।