জীবননগর ব্যুরো: জাতীয় দৈনিক আজকের পত্রিকার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী জীবননগরে পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সোমবার সকালে জীবননগর প্রেসক্লাবে আলোচনাসভা ও কেক কেটা হয়। অনুুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। প্রেসক্লাব সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবুর সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেল, পৌর মেয়র রফিকুল ইসলাম ও জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জামাল হোসেন খোকন। সাংবাদিক আকিমুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আজকের পত্রিকার জীবননগর প্রতিনিধি রিপন হোসেন। উপস্থিত ছিলেন সাংবাদিক মিঠুন মাহমুদ ও মুতাচ্ছিন বিল্লাহ।