জীবননগরের হাসাদাহে মা ও শিশু বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

 

হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার হাসাদাহে মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে হাসাদাহ আরআরএফ অফিসে মা ও শিশু বিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। পল্লি কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় আরআরএফ’র বাস্তবায়নে হাসাদাহ ইউনিয়নের ১৫১জন মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রদান করেন ডা. রাগবীর হোসেন ও রুপা খাতুন। প্রধান অতিথি ছিলেন ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ^াস। বিশেষ অতিথি ছিলেন হাসাদাহ ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি জাফরউল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক অশোক কুমার দাস, সমৃদ্ধি কর্মসৃচি সমন্বয়কারী আবুল হাশেম রেজা, সমাজ উন্নয়ন কর্মকর্তা সেরাফিল ম-ল, স্বাস্থ্য কর্মকর্তা মুস্তাকিন হোসেন, শিক্ষা কর্মকর্তা রাকিব হোসেন প্রমুখ।

Comments (0)
Add Comment