জীবননগর অফিস: জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপি ও উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে। গত শুক্রবার সন্ধ্যায় পরিচালিত অভিযানে ৪৬ বোতল মদ ও ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নতুনপাড়া বিওপির হাবিলদার মদন কুমারের নেতৃত্বে ৩ সদস্যর বিজিবি টহল দল নতুনপাড়া গ্রামের হান্নানের লিচু বাগানের অভিযান পরিচালনা করে। অভিযান কালে ওই লিচু বাগান হতে মালিকবিহীন অবস্থায় ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে। এছাড়াও উথলী বিশেষ ক্যাম্পের নায়েব সুবেদার নূরুল হকের নেতৃত্বে ৩ সদস্যর বিজিবি সদস্য শিংনগর হালদারপাড়ায় অভিযান পরিচালনা করে। অভিযান কালে মালিকবিহীন অবস্থায় ২৬ বোতল মদ ও ১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে। মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নজরুল ইসলাম খান উপরোক্ত ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধারের সত্যতা সাংবাদিকদের নিশ্চিত করেছেন।