আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া সনো সেন্টার এন্ড ডক্টর’স পয়েন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজি সিরাজুল হক সিরাজ প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন। প্রতিষ্ঠানের চেয়ারম্যান তরফদার সালাহ উদ্দিন সুমনের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজি সিরাজুল ইসলাম সিরাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু, অরসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মহাসীন আলী খান, যুদ্ধকালীন থানা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান ফন্টু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন কাজি মসজিদের ইমাম মাও. আব্দুল্লাহ ও দোয়া পরিচালনা করেন মাও. সাইফুজ্জামান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক নারায়ণ ভৌমিক।