জীবননগরের আন্দুলবাড়িয়ায় সড়ক পথে তাল বীজ বপন কর্মসূচি উদ্বোধন

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের স্বেচ্ছাসেবী সংগঠন জাগো আন্দুলবাড়িয়া উদ্যোগে সড়ক পথে তাল বীজ বপন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে আন্দুলবাড়িয়া-কোটচাঁদপুর সড়কে অনন্তপুর দাসপাড়া পুলের নিকট এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাংবাদিক নারায়ণ ভৌমিক। যুগ্মসাধারণ সম্পাদক নাঈমুর রহমান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাগো আন্দুলবাড়িয়ার প্রতিষ্ঠাতা পরিচালক ইসতিয়াক আহম্মেদ, অর্থ সম্পাদক ইব্রাহিম আকাশ, সদস্য মোস্তাক আহম্মেদ, জিহাদুর রহমান জিহাদ, সৌরভ আহম্মেদ, অনন্তপুর গ্রাম কমিটির সভাপতি আকাশ হোসেন, সাধারণ সম্পাদক শয়ন ইসলাম, পাঁকা গ্রাম কমিটির সভাপতি নিলয় পারভেজ, ফিরোজ হাসান, খন্দকার তাসনিম মোস্তাফিজ, জান্নাত, জিহাদ, আল আমিন ও হোসাইন প্রমুখ। অনুষ্ঠান শেষে সদস্যবৃন্দ বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সড়ক পথের দু’ধারে সারিবদ্ধভাবে প্রায় ২শ তাল বীজ বপন করা হয়। প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা ও সড়ক পথের দৃষ্টি নন্দনে প্রধান প্রধান সড়কে নেতৃবৃন্দ তাল বীজ বপন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেন।

Comments (0)
Add Comment