জীবননগরের আন্দুলবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে দিনমজুরের মুত্যু

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের আন্দুলবাড়িয়া মিস্ত্রিপাড়ার আবু জাফর (৪৪) নামে এক দিনমজুর পুকুরের পানিতে ডুবে মর্মান্তিক মুত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৭টার দিকে কুলতলা হঠাৎপাড়ার আবু তাহের আলীর পুকুর থেকে স্বজনরা ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে। স্বজনদের দাবি ভোরে কৃষি ক্ষেতে গিয়ে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবীদ হাসানের নির্দেশে শাহাপুর ক্যাম্প ইনচার্জ এএসআই মনিরুজ্জামান মনির সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের প্রাথমিক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ দাফন করার জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। বেলা সাড়ে ৩টায় আবু জাফরের লাশ মিস্ত্রিপাড়া ইদগাহ ময়দানে জানাজা শেষে স্থানীয় গোরস্তানে দাফন করা হয়। জীবননগর থানার অফিসার ইনচার্জ এসএম জাবীদ হাসান মাথাভাঙ্গাকে বলেন, প্রাথমিক তদন্ত শেষে পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফন করার জন্য স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে জীবননগর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।