জিয়া সাইবার ফোর্স চুয়াডাঙ্গা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন

স্টাফ রিপোর্টার: জিয়া সাইবার ফোর্স চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার জিয়া সাইবার ফোর্সের চেয়ারম্যান ও মহাসচিবের সমন্বয়ে গঠিত ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির আহ্বায়ক ওসমান গনি পিনু ও সদস্য সচিব আব্দার হোসেন রাজু মনোনীত হয়েছেন। এছাড়া আরও ১০ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ২৩ জনকে সদস্য করা হয়েছে।
যুগ্ম আহ্বায়ক মনোনীত ১০ জনের মধ্যে রয়েছেন রাশেদুল হাসান পারভেজ, তৌফিকুল ইসলাম জোয়ার্দ্দার বাপ্পি, আকরামুল হোসেন সবুজ, সাজিদ হাসান দিনার, সোহাগ মাহমুদ, মাহাবুল আকাশ, সাইফুল ইসলাম, হৃদয় পারভেজ বকুল, আসিফ আলী ও মামুন। ২৩ জন সদস্যের মধ্যে রয়েছেন রিংকন ম-ল, বখতিয়ার রহমান, সাব্বির হোসেন, মো. সালাউদ্দীন, আনোয়ার ইসলাম ফরজ, আরিয়ান মিল্টন, রিয়াজুল ইসলাম রিয়াদ, মো. ডালিম, মো. আশরাফুল, মো. মিঠুন, সাদ আহমেদ তরফদার, হাসিবুল হাসান শান্ত, ডা. মো. রোকন, সুমন ম-ল, বদরুল, রাতুল হাসান, মো. জনি, মো. উজ্জল, রোকন, শিটন, রকিব, শান্তি ও আব্বাস।

Comments (0)
Add Comment