জগন্নাথপুরে টাকাসহ কুড়িয়ে পাওয়া মানিব্যাগ মালিককে ফেরত দিলেন এসআই পলাশ

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: টাকাসহ কুড়িয়ে পাওয়া মানিব্যাগ ফেরত দিয়ে প্রশংসা কুড়িয়েছেন দামুড়হুদা উপজেলার নাটুদাহ ফাঁড়ি পুলিশের এসআই পলাশ পারভেজ। গত রোববার জগন্নাথপুর পূজাম-পে মানিব্যাগটি কুড়িয়ে পাওয়ার পর মালিকের হাতে সেটি তুলে দেন এসআই পলাশ পারভেজ। এ বিষয়ে এসআই পলাশ পারভেজ জানান, রোববার রাত ১১ টার দিকে জগন্নাথপুর পূজাম-পে ডিউটির সময় একটা মানিব্যাগ পড়ে থাকতে দেখি। তার মধ্যে গুরুত্বপূর্ণ কাগজ ও কিছু টাকা পাওয়া যায়। তাৎক্ষণিক এ ব্যাপারে মাইকিং করি। পরে মানিব্যাগের মালিক আসেন। যাচাইয়ের জন্য মানিব্যাগে থাকা টাকার পরিমাণ ও কাগজপত্রের বিষয়ে জানতে চাইলে সঠিক তথ্য দেয়ার পর মানিব্যাগটি তাকে বুঝিয়ে দিই। মানিব্যাগ ফিরিয়ে দেয়ায় এসআই পলাশ পারভেজ প্রশংসা পেয়েছেন স্থানীয়দের কাছে।

Comments (0)
Add Comment