কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের ছাতিয়ানতলা-হাতিভাঙ্গা গ্রামের ভরসা বাঁশের সাঁকো উদ্বোধন করলো গ্রামবাসি। গতকাল শনিবার বিকাল ৫ টার দিকে ছাতিয়ানতলা গ্রামের ঈদগাহ্ পাড়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভৈরব নদীর উপর এই সাঁকো উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাখাওয়াৎ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মাইফুল ইসলাম, ছাতিয়ানতলা সঃ প্রাঃ বিদ্যালয়ের সভাপতি মো. আজিজুল ইসলাম, জাকির হোসেন, শান্তি কুমার, মো. আহাদ আলী, নাহিদ ইসলাম, তুহিন রেজাসহ গ্রামের সকল শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। নাটুদাহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম জানান, চিরস্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের দিনটিকে স্মরণীয় করে রাখতে ছাতিয়ানতলা-হাতিভাঙ্গা গ্রামের হাজার মানুষের চলাচলের একমাত্র ভরসা বাঁশের সাঁকো উদ্বোধন করা হলো। স্থানীয়দের বিকল্প কোনো পথ না থাকায় এই সাঁকো দিয়েই যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। তবে এর একটি স্থায়ী সমাধান চান এলাকার বাসিন্দারা। স্থানীয় সচেতন ব্যক্তি আহাদ আলী জানান, দুই গ্রামের মানুষের পারাপারের ভরসা বাঁশের সাঁকোটি স্মরণীয় দিনে আমরা উদ্বোধন করলাম এবং স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের দিনে আমরাও ইতিহাসের স্বাক্ষী হলাম।