স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দর্শনা সরকারি কলেজে অধ্যক্ষ পদে প্রফেসর মো. রেজাউল করিম যোগদান করায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৭টায় কবরী রোডের বাসভবনে কলেজ অধ্যক্ষসহ কলেজের একদল শিক্ষক এ সাক্ষাৎ করেন। এ সময় সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় দর্শনা সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. মফিজুর রহমান, কলেজ পরিষদেও সম্পাদক জমসেদুর রহমান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আশরাফুল আলম, হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক লিহাজ উদ্দীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম খান এবং অর্থনীতি বিভাগের প্রভাষক রুমান পারভীন।
প্রসঙ্গত: চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম সম্প্রতি পদোন্নতি পেয়ে দর্শনা সরকারি কলেজে অধ্যক্ষ পদে যোগদান করেন।