স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতি’র দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণাঙ্গ কমিটি নির্বাচিত হয়েছে। ৯টি পদের বিপরীতে একজন করে মনোনয়ন জমা দেয়ায় তথা কোনো পদে প্রতিদ্বন্দ্বী না থাকায় সকলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়ন পেশের পর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিলো ১৪ ডিসেম্বর। ওইদিনই নির্বাচন পরিচালনার লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশন প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন বলে জানানো হয়েছে। গতকাল পত্রিকা অফিসে প্রেরিত নির্বাচনী ফলাফলে এসব তথ্য জানিয়ে বলা হয়েছে, সভাপতি আলী রেজা সজল, সহসভাপতি মজিবুল হক খোকন ও মুন্সী আলমগীর স্বপন, সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দীন, সহসাধারণ সম্পাদক আব্দুল হালিম ও মিঞা সোহেল রঞ্জু, কোষাধ্যক্ষ হাজি ওসমান আলী, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী ও কার্যকরি সদস্য রুবেল পারভেজ জর্জ।
চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহ মালিক সমিতির নির্বাচন পরিচালনার লক্ষ্যে গঠিত কমিটিতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাড. হাজি আকসিজুল ইসলাম রতন, সদস্য অ্যাড. হাজি এমএম মনোয়ার হোসেন সুরুজ, অ্যাড. আবু তালেব বিশ^াস।