চুয়াডাঙ্গা সেফহোমে ঠাঁই হলো জীবননগরে উদ্ধার অজ্ঞাতনামা কিশোরীর

জীবননগর ব্যুরো: জীবননগর থানা পুলিশের হাতে উদ্ধার হওয়া ১৩ বছর বয়সী মস্তিষ্ক বিকৃত অজ্ঞাতনামা কিশোরীর ঠাঁই হলো চুয়াডাঙ্গার সরকারি সেফহোমে। উদ্ধার হওয়া তরুণীর নিরাপত্তার কথা বিবেচনা করে গতকাল মঙ্গলবার পুলিশ তাকে চুয়াডাঙ্গা সমাজসেবা অধিদফতরের মাধ্যমে সেফ হোমে পাঠিয়ে দেয়।
জীবননগর থানা সূত্রে জানা যায়, জীবননগর বাসস্ট্যান্ডে মস্তিষ্ক বিকৃত এক কিশোরী ঘুরে বেড়াচ্ছে এমন খবর পেয়ে পুলিশের একটি টহল টিম সোমবার রাতে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরেীকে উদ্ধার করে। উদ্ধারকৃত কিশোরী জিজ্ঞাসাবাদে সে কেবল ‘দাদাকে ফোন দে’ এই কথাটুকু বলতে পারছে। এর বেশি কিছু সে বলছে না, আবার প্রশ্নের উত্তরও দিচ্ছে না। ফলে তার নিরাপত্তার কথা ভেবে পুলিশ তাকে থানা হেফাজতে নেয় এবং বিষয়টি ইউএনও ও সমাজসেবা কর্মকর্তাকে জানায়।
পুলিশ ইন্সপেক্টর সুখেন বসু জানান, কিছুদিন পূর্বে ওই কিশোরীকে খুলনা রেল স্টেশনে দেখা যায়। এমন খবর আমরা খুলনার খবর নামক একটি অনলাইন পত্রিকা থেকে জানতে পেরেছি। উদ্ধারকৃত কিশোরীর ছবি খুলনা বিভাগের বিভিন্ন থানাতে পাঠিয়ে তার পরিচয় উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। নিরাপত্তার কথা ভেবে তাকে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে চুয়াডাঙ্গার সরকারি সেফ হোমে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

 

Comments (0)
Add Comment